বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি BHB Process Round 2025 bdnewspost.com
- আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
Dhaka Energy Distribution Corporate (DPDC) Process Round: বাংলাদেশ তাঁত বোর্ডের বাস্তবায়নাধীন ৫টি বেসিক সেন্টারে ৫টি প্রশিক্ষণ কেন্দ্র, ১টি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং ২টি মার্কেট প্রমোশন সেন্টার স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য বাংলাদেশ তাঁত বোর্ড এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ তাঁত বোর্ড ০১ টি পদে মোট ১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ আছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।সম্পূর্ণ বিজ্ঞপ্তি (BHB Process Round 2025) বিস্তারিত দেওয়া হল।
Bangladesh Handloom Board Process Round 2025
পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১ জন।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে
বেতন স্কেল: ১৮,৩০০ টাকা।
আবেদন শুরুর সময় : শুরু হয়েছে
আবেদনের শেষ সময় : ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টায় শেষ হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদনপত্র প্রকল্প পরিচালক, ৫টি বেসিক সেন্টারে ৫টি প্রশিক্ষণ কেন্দ্র, ১টি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং ২টি মার্কেট প্রমোশন সেন্টার স্থাপন’ প্রকল্প বিটিএমসি ভবন (৪র্থ তলা), ৭-৯ কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর আবেদন করতে হবে এবং দরখাস্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…
আপনার কোন বিষয়ে প্রশ্ন বা জানার আগ্রহ থাকলে নিচের Ask বাটনে ক্লিক করে প্রশ্ন করতে পারবেন।
Ask
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।
নতুন চাকরির খবর সবার আগে পেতে
Publish Similar Issues: bd task lately , new task round 2025, চাকরির খবর প্রথম আলো, সরকারী চাকরির খবর, চাকরির বাজার, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2025, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, day-to-day training, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৫, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির ডাক পত্রিকা, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com,day-to-day চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর executive, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2025, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,