৪৬তম বিসিএস: লিখিত পরীক্ষায় বাংলা বিষয়ের প্রস্তুতি
- আপডেট সময় : ১২:৩১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১১ বার পড়া হয়েছে
গ্রন্থ সমালোচনার জন্য আপনাকে মোটামুটি ভালো পরিশ্রম করতে হবে। প্রশ্নটির মানবণ্টন ১৫। বেছে বেছে ১০-১৫টি গ্রন্থের সমালোচনা ভালোভাবে পড়লে আপনি এ অংশে পার পেয়ে যাবেন আশা করা যায়। যেমন আবহমান বাংলার সংস্কৃতি ও ইতিহাসের গ্রন্থ, মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত প্রথম অথবা সর্বশেষ পঠিত গ্রন্থ, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লিখিত গ্রন্থ, ভাষা আন্দোলন, দেশভাগ, গণ-অভ্যুত্থান, রবীন্দ্রনাথের উপন্যাস বা গীতাঞ্জলি, নজরুলের মৃত্যুক্ষুধা অথবা ‘বিদ্রোহী’, মেঘনাদবধ কাব্য, বিষাদসিন্ধু, হুমায়ূন আহমেদের উপন্যাস ইত্যাদি বিষয়ে বিশ্লেষণ করে কয়েকটা গ্রন্থ নির্ধারণ করতে হবে। বইয়ের লেখকের পুরো নাম, প্রকাশ কাল, প্রকাশনী বা পৃষ্ঠাসংখ্যা, চরিত্র ইত্যাদি মুখস্থ করে ফেলতে হবে। বইয়ের ভালো দিক, ভালো লাগার চরিত্র, গল্পের প্লটের শক্তিশালী বা দুর্বল দিক, ভাষাশৈলী, সংলাপ, অন্য কাহিনির সঙ্গে মিলের পাশাপাশি মন্দ দিকও থাকতে পারে আপনার সমালোচনায়। পত্রিকাগুলোয় সাধারণত শুক্রবার সাহিত্য পাতা প্রকাশিত হয়। এসব পাতায় সাহিত্য সমালোচনা থাকে, যা পড়ে আপনি সমালোচনার আইডিয়া নিতে পারেন।