বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
৪৪৬ দিন পর মাঠে ফিরে ৩ গোল হজম দে হেয়ার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
ফ্লোরেন্সে ম্যাচটি ছিল ইউরোপা কনফারেন্স লিগ প্লে অফ প্রথম লেগের। ম্যাচে হাঙ্গেরির শীর্ষ লিগের ক্লাব পুসকাস আকাদেমিয়ার বিপক্ষে ৩–৩ গোলে ড্র করেছে ফিওরেন্তিনা। ইতালিয়ান এই ক্লাবে গত ৯ আগস্ট যোগ দেন দে হেয়া, আর এই ম্যাচই ছিল তাঁর প্রথম।
সিরি আ–তে গত শনিবার পার্মার বিপক্ষে ফিওরেন্তিনার ১–১ গোলে ড্র ম্যাচে তাঁর জায়গা হয়েছিল বেঞ্চে। কিন্তু কনফারেন্স লিগের প্লে অফে ফিওরেন্তিনার পোস্টের নিচে অভিষেকের সুযোগ পেয়ে যান ৩৩ বছর বয়সী এ গোলকিপার। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ ও ‘দ্য মিরর’ জানিয়েছে, দে হেয়া মাঠে ফিরেছেন ৪৪৬ দিন পর। সেই ফেরায় হার দেখতে না হলেও পাঁচটি শটের মুখোমুখি হয়ে ৩টিতেই গোল হজম তাঁর মোটেই ভালো লাগার কথা নয়।