বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
১৫ হাজার রানের রেকর্ডে মুশফিক, সামনে কেবল তামিম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ২২ বার পড়া হয়েছে
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চলতি টেস্টে দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে তৃতীয় দিন শেষে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। এদিন হাফসেঞ্চুরির পথে দারুণ এক মাইলফলকেও পা রেখেছেন টাইগার এই ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ২৮তম টেস্ট ফিফটি হাঁকিয়েছেন মুশফিক। একইসঙ্গে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের ক্লাবে ঢুকেছেন তিনি।
দেশের হয়ে ১৫ হাজার রান করা মাত্র দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার মুশফিক। ১৫১৯২ রান নিয়ে তার সামনে আছেন তামিম ইকবাল। এখন পর্যন্ত দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৩৯১টি ম্যাচ খেলেছেন এই ওপেনার।
মুশফিক ১৫ হাজার রান করতে খেলেছেন ৪৬২ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে তারা ১৯টি সেঞ্চুরি এবং ৮৩টি ফিফটি রয়েছে।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন তামিম। মুশফিকের সুযোগ আছে পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজেই তামিমকে পেছনে ফেলার।
এমএমআর/এএসএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।