সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আটক
- আপডেট সময় : ০৯:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আজ সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ইস্কাটন থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান আশরাফুজ্জামান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের মধুপুরে মিছিলে হামলার অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান ওই মামলা করেন।
ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি।
সর্বশেষ সংসদে টাঙ্গাইল থেকে নির্বাচিত সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।
আব্দুর রাজ্জাক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সালে চাকরিজীবন শেষ করেন।
বাংলাদেশ জার্নাল/এসবিটি