সরকারি কর্মীদের নিয়মবহির্ভূত গাড়ি ব্যবহারে কঠোর হচ্ছে সরকার
- আপডেট সময় : ১২:০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
এ ব্যাপারে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘আমরা ওই চিঠির বিষয়টি শুনেছি। আমাদের বেশির ভাগ গাড়ি ঢাকার বাইরে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসকেরা ব্যবহার করে থাকেন। সেখানে এ ধরনের সুযোগ নেই। তারপরও কেউ নিয়মবহির্ভূতভাবে একাধিক গাড়ি ব্যবহার করছেন কি না, তা আমরা খতিয়ে দেখব।’
সরকারি যানবাহন অধিদপ্তরের হিসাবে সরকারি পরিবহন পুলে প্রায় দুই হাজার গাড়ি রয়েছে। এর মধ্যে ঢাকায় রয়েছে ২০০টি গাড়ি। বাকি গাড়িগুলো স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ব্যবহার করে থাকেন। এসব গাড়ির তেল ও রক্ষণাবেক্ষণের খরচ সরকারিভাবে দেওয়া হয়।
অন্যদিকে সরকারি বিভিন্ন দপ্তর এবং প্রকল্পের গাড়ির হিসাব থাকার কথা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ—আইএমইডির দপ্তরে। নিয়ম অনুযায়ী প্রকল্পের কাজ শুরু হওয়ার পর এবং শেষ হওয়ার পর গাড়ির হিসাব ওই সংস্থার কাছে দিতে হবে। কিন্তু তাদের কাছে গাড়ির কোনো হিসাব নেই। সংশ্লিষ্ট সূত্রমতে, প্রকল্পগুলোয় তিন থেকে চার হাজার গাড়ি থাকার কথা।