সড়ক দুর্ঘটনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে
- আপডেট সময় : ০২:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
গতকাল বিকেলে বরিশালের বাকেরগঞ্জে একটি বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ছয়জনের মধ্যে এক শিশু, তার মা ও খালা নিহত হন।
দেড় বছর বয়সী ফারহানা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়, তার মা সাথি (২২) সুবিধার পথে মারা যায় এবং খালা তানজিলা (৩০) ঘটনাস্থলে মারা যায়, পুলিশ জানিয়েছে, তিনি আরো জানান, পরিবারের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।
অন্য নিহতরা হলেন বাকেরগঞ্জের বাসিন্দা সোহাগ শিকদার (২১), হাসিব খান (২৫) ও আমির চৌধুরী (৫০)।
দুর্ঘটনায় আহত অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুয়াকাটা থেকে বরিশালগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের বাসটি রাস্তার ভুল সাইডে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান, চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, ধাক্কায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
বরিশালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অফিসের সহকারী পরিচালক শাহ আলম বলেন, 28 মে, 2015 থেকে বাসটির কোনো ফিটনেস সার্টিফিকেট ছিল না এবং 2017 সালের শেষের দিকে এর নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে গেছে।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, “আমরা চালক সম্পর্কে কিছু বলতে পারছি না কারণ আমাদের কাছে চালকের পরিচয় নেই। আমরা চালকের বিষয়ে তথ্য খুঁজছি।”