শিক্ষার্থীদের মারধরের অভিযোগে সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৪:১৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাটোরে কয়েকজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২০ জনকে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাগাতিপাড়া উপজেলার উত্তর মুরাদপুর গ্রামের রেজাউল করিমের ছেলে শায়ন আহমেদ এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট মামলার বাদীসহ কয়েকজন শিক্ষার্থী মাদরাসা মোড় গণগ্রন্থাগারের সামনে উপস্থিত হলে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অভিযুক্ত ব্যক্তিরা গুলি ছুড়ে ভয়-ভীতি প্রদর্শন করে এলাকা জনশূন্য করে ফেলেন। এরপর তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে আহত করা হয়। তাদের চিৎকারে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মামলার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল করিম রেজা/কেএসআর