বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
রাস্তা বন্ধ ও সচিবালয় ঘেরাও চান না ৯৩% মানুষ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
বর্তমান সময়ে দাবি আদায়ে রাস্তা বন্ধ ও সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি কোনোভাবেই সমর্থন করেন না ৯৩ শতাংশ মানুষ। প্রথম আলোর অনলাইন জরিপে বিষয়টি উঠে এসেছে।
জরিপে প্রশ্ন করা হয়, ‘বর্তমান সময়ে দাবি আদায়ে রাস্তা বন্ধ ও সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি সমর্থন করেন কি?’ এ প্রশ্নের জবাবে ৯৩ শতাংশ মানুষ ‘না’ বলেছেন। অর্থাৎ বর্তমান সময়ে দাবি আদায়ে রাস্তা বন্ধ ও সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি তাঁরা সমর্থন করেন না। জরিপে ‘না’ ভোট পড়েছে ৪৩ হাজার ৯৭৬টি।
জরিপে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে মাত্র ৬ শতাংশ মনে করেন, বর্তমান সময়ে দাবি আদায়ে রাস্তা বন্ধ ও সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি সমর্থনযোগ্য। জরিপে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ হাজার ৫৯৮টি।