যুক্তরাষ্ট্রে আগাম ভোটগ্রহণ শুরু | প্রথম আলো
- আপডেট সময় : ০৩:৫৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
গত তিন মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নাটকীয় নানা ঘটনা ঘটেছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে গিয়ে কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার ঘটনাটি সবার নজর কাড়ে। এ ছাড়া দুবার ট্রাম্পকে হত্যাচেষ্টা চালানো হয়েছে। এ ছাড়া টেলিভিশন বিতর্ক ঘিরেও দুই প্রচারশিবিরে উত্তেজনা ছড়িয়েছে।
আর্লিংটনে ৭১ বছর বয়সী আন স্পাইকার বলেন, ‘আমরা ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিতে পারি, তা বিশ্বাস করি না। আমি এ নিয়ে যখন ভাবি, তখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি।’
কিন্তু এখান থেকে এক ঘণ্টার পর ওয়াশিংটনের পশ্চিমে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের কিছু ভোটারদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি আলাদা। সেখানকার ৫৮ বছর বয়সী আর্থার স্টুয়ার্ট নামের এক টেকনিশিয়ান বলেন, তিনি ট্রাম্পকে আবার হোয়াইট হাউসে ফেরাতে তাঁর ভোট দিয়েছেন। স্টুয়ার্ট বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে অর্থনীতিতে একটি রেকর্ড রয়েছে এবং আমি বিশ্বাস করি যে তিনি এটি চালিয়ে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে সীমান্ত। সীমান্তে নিরাপত্তার বিষয়ে তিনি খুবই ভালো।
স্টুয়ার্ট ট্রাম্পের ভিত্তিহীন দাবির প্রতিধ্বনি করে বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ট্রাম্পের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘আমি আগাম ভোট দিয়ে এটা নিশ্চিত করতে চাইছি যাতে এবার ভোট জালিয়াতির মতো কোনো ঘটনা না ঘটে।’