ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি Ministry Of Land Activity Round 2024 bdnewspost.com
- আপডেট সময় : ০১:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
ভূমি মন্ত্রণালয় এর শূন পদসমূহে জনবল নিয়োগের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভূমি মন্ত্রণালয় ০১ টি পদে মোট ২৩৮ জনকে নিয়োগ দেবে। উক্ত পদে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পাবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। পূর্বে যারা এই চাকরিতে আবদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
Ministry Of Land Activity Round 2024
পদের নাম: সার্ভেয়ার
পদ সংখ্যা: ২৩৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং)।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।
আবেদন শুরুর সময় : ০৮ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময় : ০৮ নভেম্বর ২০২৪ তারিখ বিকাল ০৫:০০ টায় শেষ হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…
আপনার কোন বিষয়ে প্রশ্ন বা জানার আগ্রহ থাকলে নিচের Ask বাটনে ক্লিক করে প্রশ্ন করতে পারবেন।
Ask
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।
নতুন চাকরির খবর সবার আগে পেতে
Put up Comparable Issues: Ministry Of Land Activity Round 2024, চাকরির খবর, চাকরির খবর ২০২৪, চাকরির পত্রিকা আজকের, আজকের চাকরির খবর, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর, bd executive jobs, all jobs bd newspaper, চাকরির খবর ২০২৪ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকাআজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, নিয়োগ বিজ্ঞপ্তি 2024, day by day training, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৪ সরকারি, চাকরির খবর ২০২৪, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, সাপতাহিক চাকরির খবর.com, সপ্তাহিক চাকরির খবর