ভিনিসিয়ুস সাদায় ‘জেকিল’, হলুদে ‘হাইড’

- আপডেট সময় : ০৭:১৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

রিবেইরোয় ফেরত যাওয়া যাক। ব্রাজিলিয়ান এই ধারাভাষ্যকার সম্ভবত বোঝাতে চেয়েছেন, রিয়ালে ভিনিসিয়ুসের যে নামডাক, শুধু সেটি কাজে লাগিয়ে তিনি দিনের পর দিন পারফরম্যান্স ছাড়াই ব্রাজিল জাতীয় দলে খেলতে পারেন না। উইঙ্গার ভিনির খেলার জায়গা মাঠের বাঁ প্রান্ত, রিবেইরোর যুক্তি শুধু ওখানে পড়ে না থেকে ভিনি আক্রমণভাগে নিজেকে ছড়িয়ে দিক। তাহলে গোলের পাশাপাশি ভালো পারফরম্যান্সও সম্ভব, কারণ ভিনির ড্রিবলিং ক্ষুরধার। ছন্দে থাকলে ডিফেন্স চিরে ফেলতে পারেন। এই কথা মাথায় রেখে প্যারাগুয়ে ম্যাচটা মনে করলে কিন্তু রিবেইরোর কথায় যুক্তি খুঁজে পাওয়া যায়।
গতকালের ম্যাচে বাঁ প্রান্তে ভিনিকে ‘এতিম’ বানিয়ে রেখেছিল প্যারাগুয়ে রক্ষণ। মানে, ব্রাজিলের বাকি খেলোয়াড়দের চেয়ে ভিনিকে আলাদা করে ফেলেছিল প্যারাগুয়ে। কড়া মার্কিংয়ে রাখায় তেমন একটা পাস পাননি সতীর্থদের কাছ থেকে। সমস্যা হলো, পাস বা খেলার জায়গা না পাওয়ার পরও ভিনি জায়গা বদলানোর চেষ্টা করেননি।