বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
বিয়ে করতে পাকিস্তান ছাড়ছেন ইংল্যান্ড পেসার স্টোন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
৩০ বছর বয়সী স্টোন দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তাঁর আবার পাকিস্তানে ফেরাটা নির্ভর করছে স্কোয়াডে থাকা অন্য পেসারদের অবস্থার ওপর। মুলতানে প্রথম টেস্টে খেলছেন ব্রাইডন কার্স, ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন।
একাদশের বাইরে আছেন ম্যাথু পটস। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ১৫ অক্টোবর মুলতানেই শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে স্টোনের না খেলার সম্ভাবনাই বেশি।
স্টোন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জেসকে বিয়ের প্রস্তাব দেন ২০২৩ সালের গ্রীষ্মে। তখন ইংল্যান্ড দল নিয়ে তাঁর তেমন ভাবনা ছিল না। কারণ, তখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট খেলেছেন, যার সর্বশেষটি ২০২১ সালে।