বিরামপুরে সাঁওতালদের তীর-ধনুক প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৫:৪৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরামপুরে নিজেদের আত্মরক্ষা ও শিকারের আদি কৌশল ধরে রাখা এবং জাতিগত বন্ধন অটুট রাখার অঙ্গিকার নিয়ে জেলার বিভিন্ন উপজেলার উপজাতি (সাঁওতাল) সম্প্রদায়ের নারী পুরুষদের নিয়ে দিনব্যাপী তীর-ধনুক (তীরন্দাজ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিরামপুর উপজেলার উপজাতি (সাঁওতাল) অধ্যুষিত খানপুর ইউনিয়নের সোনাজুড়ি ফুটবল মাঠে জবচ্ মানঝি পরিষদের আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের নারী পুরুষদের নিয়ে দিনব্যাপী তীর-ধনুক (তীরন্দাজ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সদর, বিরামপুর, ফুলবাড়ি, সেতাবগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলার ১৬টি দলের ১১২ জন নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জবচ্ মানঝি পরিষদের সভাপতি বারনাবাস হেমরম, ধানজুড়ি ক্যাথলিক চার্চের ফাদার মান্যুয়েল হেমরম, শিক্ষক সামশন হেমরম, উন্নয়নকর্মী আলবিনুশ সরেন প্রমুখ।
সাঁওতাল সম্প্রদায়ের নারী-পুরুষদের তীর-ধনুক প্রতিযোগিতা দেখার জন্য বিরামপুর উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলার শত শত মানুষ মাঠের চারদিকে ভিড় জমায়।
বাংলাদেশ জার্নাল/এমপি