বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
বাংলাদেশের কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেননি: আসামের মুখ্যমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
হিমন্ত বিশ্বশর্মাকে উদ্ধৃত করে পিটিআইয়ের খবরে বলা হয়, ‘হিন্দুরা বাংলাদেশে আছেন এবং (টিকে থাকতে) তাঁরা লড়ে যাচ্ছেন। গত এক মাসে কোনো একজন হিন্দু ব্যক্তি ভারতে অনুপ্রবেশে চেষ্টা করছেন বলে ধরা পড়েনি।’
বরং প্রতিবেশী দেশটি থেকে বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি ভারতের পোশাক খাতে চাকরি খুঁজতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গত এক মাসে ভারতে অনুপ্রবেশের সময় ৩৫ জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁরা আসামে থাকার জন্য আসেননি। তাঁরা বেঙ্গালুরু ও তালিমনাড়ু, কোয়েম্বাটুরে পোশাক কারখানার কাজ করতে যেতে চেয়েছিলেন।’