বন্যার্তদের জন্য মন কাঁদছে তাওহীদ হৃদয়–শরীফুলদের
- আপডেট সময় : ০৮:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
জাতীয় দলের ক্রিকেটার রুবেল বন্যাদুর্গত এলাকার ছবি পোস্ট করে লিখেছেন, ‘এত পানি কোথা থেকে এল, কেনইবা গভীর রাতে সব গেট খুলে দিল। এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনো দিনই জানবে না?’
বাংলাদেশ ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় সামাজিক বিভিন্ন বিষয়ে আগে থেকেই ফেসবুকে সরব। বন্যা নিয়ে মোটামুটি বড় স্ট্যাটাসই দিয়েছেন তিনি। লিখেছেন, ‘কী লিখব? কী লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠপর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে, তা কী যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন। ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশা আল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’