ফেনী থেকে আরও ৫ জনকে হেলিকপ্টারে উদ্ধার
- আপডেট সময় : ০৭:৩৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বন্যাকবলিত ফেনী জেলার পশুরামপুর মডেল স্কুল মাঠ থেকে বিমানবাহিনীর এমআই-১৭এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ছিলেন- তারিকুল ইসলাম, অজিত কর্মকার, অভিজিত কর্মকার, শারমিন এবং সাইদুর রহমান।
শনিবার (২৪ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী আবারও প্রমাণ করেছে যে, জাতীয় সংকটে তারা সর্বদা মানুষের পাশে রয়েছে। উদ্ধার অভিযানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হয় এবং উদ্ধারকৃতদের ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার মুভমেন্টে স্থানান্তর করা হয়। পরবর্তীসময়ে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।
এ অভিযানটি শুধু বিমানবাহিনীর দক্ষতা এবং সাহসিকতার পরিচায়ক নয়, বরং এটি প্রমাণ করে যে তারা জাতীয় দুর্যোগ মোকাবিলায় সবসময় প্রস্তুত এবং মানুষের জীবনের সুরক্ষায় নিজেদের নিঃস্বার্থভাবে উৎসর্গ করতে সক্ষম।
বাংলাদেশ বিমানবাহিনীর এই সাহসী ও মানবিক উদ্যোগ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হচ্ছে। দেশের প্রতিটি সংকটে তারা যেভাবে জনগণের পাশে দাঁড়ায়, তা সত্যিই উল্লেখযোগ্য বলেও জানায় আইএসপিআর।
টিটি/এমকেআর