পাবনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
- আপডেট সময় : ১২:০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের শীতলপুর গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মালু শেখ (৪৪) শীতলপুর গ্রামের ভুলাই শেখের ছেলে। জমিজমা নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মালু শেখ ও তার ভাই জালাল শেখ জালুর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে ভাতিজা আরিফ শেখ ও তার চাচা মালু শেখের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আরিফ উত্তেজিত হয়ে তার চাচা মালু শেখের বুকে ছুরিকাঘাত করেন। স্বজনরা মালু শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/এমপি