বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১০ বার পড়া হয়েছে
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল বৃহস্পতিবার প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাচা শহরে এ হামলা চালানো হয়। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
পুলিশ জানিয়েছে, ডাকাতের সন্ধানে রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে টহল দিচ্ছিলেন ওই পুলিশ সদস্যরা। এ সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রকেটচালিত গ্রেনেডও ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, তারা ডাকাত, কোনো সশস্ত্র গোষ্ঠী সদস্য নয়।