পাইকগাছায় ধসে যাওয়া বেড়িবাঁধ মেরামতের চেষ্টায় শত শত মানুষ
- আপডেট সময় : ০৫:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছা উপজেলার কালিনগর গ্রামে ভদ্রা নদীর ভেঙে যাওয়া বাঁধের স্থানে রিংবাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার এলাকার মানুষ রাত জেগে স্বেচ্ছাশ্রমে ভাঙা অংশ দিয়ে পানি ঢোকা আটকানোর চেষ্টা করেন। তবে আজ শুক্রবার ভোরে জোয়ারের পানিতে আবারও বাঁধ ভেঙে যায়।
পরে নদীতে ভাটার সময় বাঁধ মেরামতের ওই কাজে যুক্ত হয়েছেন শত শত মানুষ। কিশোর, যুবক, বৃদ্ধ, নারী—সবাই আছেন সেই কাতারে। বিভিন্ন এলাকা থেকে এসে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে দেলুটি ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২২ নম্বর পোল্ডারের কালিনগর গ্রামের রেখামারী খালের গোড়ার দিকের এলাকায় ভদ্রা নদীর তীরের উপকূল রক্ষার বেড়িবাঁধের প্রায় ২০০ ফুটের মতো অংশ ভেঙে যায়। এ সময় ওই পোল্ডারের ভেতরে থাকা ১৩টি গ্রামের মধ্যে পানি প্রবেশ শুরু করে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাঁধের ভাঙা অংশ বড় হয়ে যাচ্ছে।