বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
নাটোরে সাবেক এমপি শফিকুলসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

নাটোরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদারের (দুলু) স্ত্রী সাবিনা ইয়াসমিনের গাড়িবহরে হামলা ও মারধর করার অভিযোগে মামলা হয়েছে। এতে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ আওয়ামী লীগের ৭৩ জনকে আসামি করা হয়েছে।
বিএনপির কর্মী আবদুর রহিম শেখ বাদী হয়ে আজ সোমবার নলডাঙ্গা থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (রমজান), নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, পৌর কাউন্সিলর তৌহিদুর রহমান (লিটন) প্রমুখ। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮০ জনকে।