বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
নতুন দুটি অ্যাকশন ক্যামেরা আনছে গোপ্রো
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
নতুন অ্যাকশন ক্যামেরা বাজারে আনার আগে এক্সে প্রচারণামূলক একটি ছবি প্রকাশ করেছে গোপ্রো। সেই ছবির তথ্যমতে, হিরো ১১ ব্ল্যাক মিনির হালনাগাদ সংস্করণ হিসেবে বাজারে আসবে নতুন হিরো মডেলের ক্যামেরাটি। এর ফলে হিরো মডেলের ক্যামেরাটিই হবে গোপ্রোর তৈরি সবচেয়ে ছোট ফোরকে অ্যাকশন ক্যামেরা।
সূত্র: টেক রাডার