ত্বকী হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৩

- আপডেট সময় : ০৯:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যাব)। মঙ্গলবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।
তবে সোমবার দুইজন ও মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।
তিনি আরও জানান, যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা ত্বকী হত্যার সঙ্গে জড়িত এবং এর আগে গ্রেপ্তার হননি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় ত্বকী। পরদিন তার ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, যেখানে দেখা যায় ত্বকী সারাবিশ্বে পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছিলেন। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ জার্নাল/কেএইচ