তিন বিসিএসে পাস করেও ভেরিফিকেশনে আটকা, অন্য চাকরি খুঁজতে বলেছিল পুলিশ
- আপডেট সময় : ০৮:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
মো. সাইদুল ইসলাম বলেন, ‘সবচেয়ে বড় কষ্ট পেতাম বাবার কান্না দেখে। বাবা আক্ষেপ করে বলতেন, তিনি রাজনীতি করায় আমার বিসিএস হয়নি। তিনি অনেক কষ্ট পেয়েছেন। এটা যে কী ধরনের ট্রমা, যার পরিবারে হয়, শুধু সে বোঝে। আমার মতো আর কেউ তাঁর পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে অবমূল্যায়িত হোক, এটা চাই না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন চাকরিপ্রার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে দেওয়ার অধিকার কারও নেই।’
পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে জানতে রংপুরের তৎকালীন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
২৮তম থেকে ৪২তম বিসিএস পর্যন্ত পিএসসির সুপারিশ পাওয়ার পর পুলিশের নেতিবাচক প্রতিবেদনের কারণে গেজেট থেকে বাদ পড়া ২৫৯ প্রার্থীকে গত ১৪ আগস্ট নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। মো. সাইদুল ইসলাম বলেন, ‘এই প্রজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষা ও বৈষম্যের অবসান হয়। ১ সেপ্টেম্বর আমার নিজ উপজেলা পীরগাছায় সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছি।’