টেনিস থেকে আর কী পাওয়ার আছে জোকোভিচের
- আপডেট সময় : ১২:১৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১০ বার পড়া হয়েছে
নোভাক জোকোভিচের ক্যারিয়ারে অপূর্ণতা বলতে ছিল অলিম্পিক টেনিসের সোনা জিততে না পারাটা। এ মাসের শুরুতে প্যারিসে সেই অপূর্ণতাও দূর করেছেন গ্র্যান্ড স্লাম একক জয়ে পুরুষ টেনিসের সর্বকালের সেরা খেলোয়াড়। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা, পেশাদার ক্যারিয়ারে ৯৯টি ট্রফি জয়, অলিম্পিকে সোনা জয়, এটিপি র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সময় ১ নম্বরে থাকা জোকোভিচের টেনিস কোর্ট থেকে আর কী পাওয়ার থাকতে পারে!
তবে ভাববেন না আজ শুরু বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন থেকে কিছু পাওয়ার নেই সার্বিয়ান তারকার। টেনিস থেকে আর কী পাওয়ার আছে, সেটির উত্তর গত শনিবারই যেচে দিয়েছেন জোকোভিচ, ‘মানুষ হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারে, “ওই সোনালি পদকটা গলায় তোলার পর তো বাস্তবিক সবকিছুই জিতে গেছেন, আর কী জেতার আছে?” তাড়নাটা আমার এখনো আছে। আমার এখনো লড়াই করার মানসিকতা আছে। আমি এখনো চাই আরও ইতিহাস গড়তে, আর চাই ট্যুরটা উপভোগ করতে।’