বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
জমির জন্য বাবাকে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে মারধর, ছেলেকে গ্রেপ্তারের দাবি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

তবে মোশারেফ হোসেনের বাবা আবুল হোসেন আরও বলেন, ‘২৮ আগস্ট আমি থানায় অভিযোগ করার পর মোশারেফ হোসেন সেখানে ঘর নির্মাণের জন্য ইট–বালু এনে রেখেছে। বলেছে, তার কাজে এবার বাধা দিলে খুনোখুনি হয়ে যাবে। আমি এখন আতঙ্কে আছি। আমি প্রধান উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এ অত্যাচার-নির্যাতনের বিচার চাই।’
দৌলতখান থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আবুল হোসেনকে ছেলে মোশারেফ মারধর করেছেন বলে প্রমাণিত হয়েছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষে ছেলে মোশারেফের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।