চীন–আফ্রিকা সম্মেলনে সম্পর্ক জোরদারের অঙ্গীকার
- আপডেট সময় : ০৪:০০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আফ্রিকার নেতাদের নিয়ে এ সম্মেলনকে আন্তর্জাতিক পর্যায়ে চীনের প্রভাব বৃদ্ধির একটি কূটনৈতিক চেষ্টা হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকাভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের গবেষক জানা ডি ক্লুভার। তাঁর মতে, আফ্রিকার দেশগুলোর নেতাদের মিত্র হিসেবে পাওয়া মানে জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক প্রভাব বৃদ্ধি। এটা বর্তমান চীনের জন্য গুরুত্বপূর্ণ।
জানা ডি ক্লুভার বলেন, ‘আফ্রিকা চীনের কাছে গুরুত্বপূর্ণ কারণ জাতিসংঘ সাধারণ পরিষদে আফ্রিকার দেশগুলোর ভোটের একটা মূল্য আছে। আফ্রিকার দেশগুলোর নেতাদের সঙ্গে ছবি ও সংবাদমাধ্যমের শিরোনাম তাদের ভোট পাওয়ার ক্ষেত্রে সির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
ওয়াশিংটনভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান কার্নেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের আফ্রিকাবিষয়ক কর্মসূচির প্রধান জয়নব ওসমানের মতে, আফ্রিকার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করাই এই সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। তাঁর মতে, ‘কিছু কিছু ক্ষেত্রে অংশীদারত্বের সম্পর্কের সঙ্গে অর্থনীতির যোগ না থাকলেও এর চালিকাশক্তি হিসেবে থাকবে ভূরাজনৈতিক লক্ষ্য।’
বিশ্লেষকেরা বলছেন, চীনের পক্ষ থেকে যেসব ঋণ দেওয়া হয়েছে সেই ঋণ পরিশোধের ক্ষেত্রে আরও সময়ও চাইতে পারেন আফ্রিকার নেতারা। লন্ডনভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের আফ্রিকাবিষয়ক কর্মসূচির প্রধান অ্যালেক্স ভাইনসের মতে, ‘চলতি সম্মেলন থেকে আফ্রিকার নেতারা শুধু নতুন করে আফ্রিকার কাছে ঋণই চাইবেন না, পাশাপাশি ঋণের শর্ত শিথিল করার আহ্বানও জানাবেন।’