বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
এনটিআরসিএর নতুন সচিব রিজওয়ানুল হক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব এ এম এম রিজওয়ানুল হককে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব নিয়োগ দিয়েছে সরকার। রিজওয়ানুল হক এনটিআরসিএর সাবেক সচিব মো. ওবায়দুর রহমানের স্থলভিত্তিক হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রেষণ-১ অধিশাখা) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে সাবেক সচিব মো. ওবায়দুর রহমানকে বিদ্যুৎ বিভাগের একটি দফতর বদলি করা হয়েছে। এর পর থেকে এনটিআরসিএর সচিব পদটি শূন্য ছিল।
বাংলাদেশ জার্নাল/এফএম