এত বৃষ্টি তবু গরম কেন
- আপডেট সময় : ০৯:২৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
এত বৃষ্টির পরও একটা ভ্যাপসা গরম রয়ে গেছে। কেন? এর উত্তরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে বৃষ্টি সাধারণত দুই ধরনের হয়। একটি হলো “শীতল বৃষ্টি”, আরেকটি “উষ্ণ বৃষ্টি”। মৌসুমি বায়ুপ্রবাহ শুরু হওয়ার আগে, অর্থাৎ জুন মাসের আগে যে বৃষ্টি হয়, তা “শীতল বৃষ্টি”। ওই সময় প্রচণ্ড গরম থাকে, কিন্তু বৃষ্টির সৃষ্টি হয় অনেক ওপর থাকে। বৃষ্টি তাই শীতল হয়। গরম হাওয়া শীতল হয়ে যায় বৃষ্টির প্রভাবে।’
মে মাসের একেবারে শেষে বা জুনের শুরু থেকে দেশে মৌসুমি বায়ু প্রবেশ করে। এর প্রভাবে শুরু হয় বৃষ্টি।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এখনো মৌসুমি বায়ু চলছে। এখন যে বৃষ্টি হয়, তাকে আমরা বলি “উষ্ণ বৃষ্টি”। এটা বায়ুমণ্ডলের নিচ থেকে সৃষ্টি হয়। তাই এর প্রভাবে দ্রুত পরিবেশ ঠান্ডা হয় না। এতে ভিজলেও অতটা ঠান্ডা অনুভূত হয় না।’
গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তা কিন্তু লঘুচাপের প্রভাবে হচ্ছে না।
আবহাওয়াবিদেরা বলছেন, এই বৃষ্টি হচ্ছে বায়ুস্তরের ওপরে ঘূর্ণিবাতাসের কারণে। তবে এটি লঘুচাপে পরিণত হতে পারে। আর এর প্রভাবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবারও বৃষ্টি হতে পারে। তবে তা কমে আসবে।