উত্তর গাজা বিচ্ছিন্নের পরিকল্পনা | প্রথম আলো
- আপডেট সময় : ০৩:৪৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
উত্তর গাজাকে এভাবে অবরুদ্ধ করার প্রস্তাব দিয়েছিলেন অবসরপ্রাপ্ত জেনারেল জিওরা আইলান্দ। অবশ্য চারটি সূত্র সিএনএনকে বলেছে, আইলান্দের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি নেতানিয়াহুর মন্ত্রিসভা। তবে আইলান্দের প্রস্তাবের সঙ্গে নেতানিয়াহুর কর্মকাণ্ডের মিল রয়েছে।
নীতিনির্ধারণের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও ইসরায়েলি সরকার ও ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের চিন্তাভাবনার সঙ্গে জানাশোনা আছে, এমন একজন সাবেক সামরিক কর্মকর্তা সিএনএনকে বলেন, হুবহু না হলেও ‘আইলান্দের প্রস্তাবের একটি সংস্করণ’ গ্রহণ করেছে মন্ত্রিসভা, যা ‘দ্য জেনারেলস প্ল্যান’ নামে পরিচিত।
আইলান্দ সিএনএনকে বলেছেন, এই দাবি পুরোপুরি সত্য। তবে তিনি বলেন, তাঁর দেওয়া প্রস্তাব এবং বর্তমানে প্রকৃত অর্থে মাঠে যেটা বাস্তবায়ন করা হচ্ছে, এর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
এমন সময় উত্তর গাজায় এ অভিযান চালানো হচ্ছে, যখন গাজা যুদ্ধ নতুন মাত্রায় শুরু করতে কয়েকটি পরিকল্পনা বিবেচনা করছে ইসরায়েল সরকার।