আশুলিয়ায় সবজি বিক্রেতা হত্যার ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুলের বিরুদ্ধে মামলা হয়েছে
- আপডেট সময় : ১২:০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
গত ৪ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় এক সবজি বিক্রেতাকে হত্যার ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
আমাদের সাভার সংবাদদাতা জানান, নিহত শাহাবুল ইসলাম শাওনের বড় ভাই তৌহিদুল ইসলাম (২৮) আজ আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেছেন।
এছাড়া মামলায় অজ্ঞাতনামা প্রায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সবজি বিক্রেতা শাহাবুল আশুলিয়ার গাজীরচট এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। 4 আগস্ট সকাল 10:30 টার দিকে, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে বাইপাল এলাকায় যান। দুপুর ১টার দিকে তার ভাই তৌহিদুল খবর পান বাইপাইল মোড় এলাকায় শাহাবুল গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে বাপাইল মোড়ে গেলে লোকজন শাহাবুলকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।