বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
আন্দোলনে আহত দুজনের চোখে কর্নিয়া প্রতিস্থাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত দুজনের চোখে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন করেছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুজন রোগীর চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের জন্য সেবা ফাউন্ডেশন, ইউএসএ ও নেপাল থেকে অতি সংবেদনশীল কর্নিয়াল টিস্যু বাংলাদেশে আনা হয়।
রোববার (২০ অক্টোবর) রাত আটটায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আন্দোলনে আহত দুজন ইসরাফিল ও অনিকের চোখে কর্ণিয়া প্রতিস্থাপন করা হয়।
এসময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীসহ হাসপাতালের ডাক্তাররা উপস্থিত ছিলেন।
এএএম/এমএইচআর
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।