অন্য রকম নায়ক আয়ুষ্মান, যে শিক্ষায় আজকের এই জায়গায়
- আপডেট সময় : ০১:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
এই হলো আয়ুষ্মান খুরানা। নিজের মধ্যে এই বিনয় তাঁর এমনিতেই হয়নি। দীর্ঘ কঠিন পথ পাড়ি দিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। সেই পথচলা তাঁকে শিখিয়েছে, অহংকারী নয়, বিনয়ী হতে হবে। যিনি বলিউডের চেনা স্রোতে গা ভাসাননি। বরং তৈরি করেছেন নতুন রাস্তা। নায়কসুলভ চরিত্র নয়, অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি তৈরি করেছেন নিজের সিনেমাপথ। কিছু ছবি আছে, যেগুলো দেখলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, আয়ুষ্মান খুরানার নাম। বলিউডে আয়ুষ্মান খুরানা তাই হয়ে উঠেছেন একটি সিনেমাধারা। আজ ১৪ সেপ্টেম্বর আয়ুষ্মানের জন্মদিন।
ভক্তদের হিসাব-নিকাশ স্পষ্ট, আয়ুষ্মান আছেন মানে সিনেমাটি হবে গল্পনির্ভর। পর্যাপ্ত বিনোদনের সঙ্গে ছবিটি থেকে অনেক কিছু জানা যাবে। ‘ভিকি ডোনার’ ছবির এই তারকা ২০১২ সাল থেকে যে সাফল্যের দেখা পেয়েছিলেন, সেটা হারিয়ে খুব মন্দায় ছিলেন অনেক দিন। কিন্তু ক্যারিয়ারের সেই মন্দা বেশি দিন দেখতে হয়নি তাঁকে। কেননা শুরু থেকেই তিনি আত্মনিবেদন করেছিলেন মানসম্মত গল্পে। সে রকমই এক সিনেমা ‘দম লাগা কে হাইশা’।