চট্টগ্রামের কর্ণফুলীতে গলায় ও পেটে ছুরি ধরে ছিনতাই! মইজারটেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন জামাল
চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজারটেক এলাকায় গলায় ও পেটে ছুরি ধরে এক যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়েছে। ভুক্তভোগী জামাল হোসেন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মইজারটেক মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জামাল হোসেন কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দুই যুবক তার পথরোধ করে। মুহূর্তের মধ্যে একজন তার গলায় ছুরি ঠেকায় এবং অপরজন পেটে ছুরি ধরে মোবাইল ও মানিব্যাগ দাবি করে।
জামাল সাহসিকতার সঙ্গে চিৎকার দিলে আশপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে আসে। এতে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। জামাল বলেন, “ওরা খুব ভয়ংকর ছিল, ছুরি পেটে লাগানোর মতো অবস্থা হয়েছিল। আমি চিৎকার না করলে হয়তো আজ বাঁচতাম না।”
খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, মইজারটেক এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তারা এলাকাজুড়ে পুলিশের টহল বৃদ্ধি ও রাস্তার আলো স্থাপনের দাবি জানিয়েছেন।