উপহার সামগ্রী গ্রহণ শেষে পূজারীর সারিতে দাঁড়িয়ে রেখা রবি দাস বলেন, “এবার পূজায় নতুন শাড়ি পেয়ে মনে হচ্ছে দেবীর আশীর্বাদ পেয়েছি। পূজারউপহার সামগ্রী গ্রহণ শেষে পূজারীর সারিতে দাঁড়িয়ে রেখা রবি দাস বলেন, “এবার পূজায় নতুন শাড়ি পেয়ে মনে হচ্ছে দেবীর আশীর্বাদ পেয়েছি। পূজার আনন্দে আমরা আরও বেশি শামিল হতে পারব।”
উপহার সামগ্রী গ্রহণ শেষে পূজারীর সারিতে দাঁড়িয়ে রেখা রবি দাস বলেন, “এবার পূজায় নতুন শাড়ি পেয়ে মনে হচ্ছে দেবীর আশীর্বাদ পেয়েছি। পূজার আনন্দে আমরা আরও বেশি শামিল হতে পারব।”
বৃদ্ধ ধীরেন্দ্র চন্দ্র বর্মন আবেগাপ্লুত কণ্ঠে জানান, “এবারই প্রথমবার রাজনৈতিক নেতার কাছ থেকে উপহার পেলাম। উৎসব মানে শুধু পূজা নয়, আনন্দ ভাগাভাগি করা। ডা. বাচ্চু আমাদের সেই আনন্দে শরিক করেছেন।”
ডা. বাচ্চু বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। তারেক রহমানের পক্ষ থেকে এই উদ্যোগ কেবল অসহায়দের সহায়তা নয়, বরং সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। রাজনীতি শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।”