ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি/নোটিশ ::
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||
সদ্য প্রাপ্ত খবর ::
মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Munshiganj DC Place of work Activity Round 2025 bdnewspost.com বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি BSCIC Process Round 2025 bdnewspost.com নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Narayanganj DC Place of job Task Round 2025 bdnewspost.com এইচএসসি ইংরেজি ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড) bdnewspost.com ভর্তি চলছেঃ BUBT-এর অর্থনীতি প্রোগ্রামের মাধ্যমে আপনার ভবিষ্যৎ উন্মোচন করুন! bdnewspost.com আলিম বাংলা ২য় পত্র পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৪ PDF bdnewspost.com Alim Bangla 2d Paper Query answer 2025 – Alim Bangla 2d Paper Query Solution 2025 PDF Obtain bdnewspost.com আলিম বাংলা ২য় পত্র পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫ PDF bdnewspost.com HSC English 2d Paper Query Solution 2025 – HSC English 2d Paper Query resolution 2025 PDF All Board bdnewspost.com এইচএসসি ইংরেজি ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৫ (সকল বোর্ড) bdnewspost.com

মাস্টার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | Grasp’s skilled admission 2025 bdnewspost.com

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিএ ও সিএসই কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক কার্যক্রম ১৬ মার্চ ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে ১৭ মার্চ ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ ভর্তি কার্যক্রমের ক্লাস ২২ এপ্রিল ২০২৫ তারিখ থেকে শুরু হবে। 

এই ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের কোন ভর্তি পরীক্ষা দিতে হবে না৷ আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে৷ আপনাদের সুবিধার্থে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ

কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়
শিরোনাম মাস্টার্স প্রফেশনাল ভর্তি বিজপ্তি ২০২৫
আবেদন করার শেষ তারিখ ১৬ মার্চ ২০২৫
ওয়েবসাইট app1.nu.edu.bd

মাস্টার্স প্রফেশনাল ভর্তি বিজপ্তি ২০২৫

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহঃ

 

ভর্তি পদ্ধতি, নম্বর বন্টন ও ফলাফল

  • ক) সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণকে বিএড কোর্সে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। পরবর্তীতে এ সকল কলেজে শূন্য আসন সাপেক্ষে অন্যান্য আবেদনকারীদের (অর্থাৎ Clean Knowledge Access Shape এর মাধ্যমে আবেদন করেছে) বিএড কোর্সে মেধা তালিকা প্রণয়ন করে কোর্স বরাদ্দ দেয়া হবে।
  • খ) মাস্টার্স কোর্সসমূেহ ভর্তির জন ̈ আবেদনকারী পার্থীদের স্নাতক(পাস)/স্নাতক (সম্মান)/বিএড/বিএড(সম্মান)/বিএমএড/বিএসএড/ বিপিএড/এলএলবি প্রাপ্ত নম্বরের শতকরা হার অনুযায়ী মেধা নির্ধারণ করে প্রতিটি কলেজের জন ̈ আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা তৈরী করা হবে। যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধা একই হয় তাহলে তাদের মধে ̈ যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধা প্রণয়ন করা হবে।
  • গ) ভর্তির ফলাফল পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটা এবং রিলিজ স্লিপের মাধ্যমে প্রকাশ করা হবে৷
  • ঘ) সংশিস্নষ্ট কলেজ  Consumer ID, Password ও OTP ব্যবহার করে ভর্তির বিষয়ওয়ারী ফলাফল দেখতে পারবে৷ শিক্ষার্থীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটের এই লিঙ্কে এবং SMS (nuatpmroll no টাইপ করে 16222 নম্বরে ship হবে) এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট কলেজ থেকে ফলাফল জানতে পারবে৷


আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়


ক) আবেদনকারীকে এই লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে সংশ্লিষ্ট স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/বিপিএড/বিএড/বিএড (সম্মান)/বিএসএড/বিএমএড/এলএলবি পার্ট-১/বিএসসি ইন কম্পিউটার সায়েন্স পরীক্ষার রোল নম্বর, বিশ্ববিদ্যালয়ের নাম, পাসের সন, স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নম্বর/সিজিপিএ, মোট নম্বর/সিজিপিএ, পঠিত বিষয়/কোর্স, ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেস সঠিকভাবে এন্ট্রি দিতে হবে৷

খ) Clean Knowledge Access Shape (Masters Skilled) এর মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম পূরণেরক্ষেত্রে প্রার্থীকে সতর্কতার সংগে নিজের নাম, পিতা/মাতার নাম, শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য ও শিক্ষক নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে। প্রার্থীর পর্যায়ে অর্জিত সনদ ও মার্কশীটের সত্যায়িত কপি করে আপলোড করতে হবে।

গ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের / অন্য যে কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যায়নরত কোন প্রার্থী ২০২৫ শিক্ষাবর্ষে  মাস্টার্স (প্রফেশনাল) প্রোগামে কোন কোর্সে ভর্তি হতে পারবে না। তবে পুর্বের ভর্তি বাতিলপূর্বক ২০২৫ শিক্ষা বর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি হতে পারবে। এ লক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যায়নরত নই। দ্বৈত ভর্তির ক্ষেত্রে বিশ্যবিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিন্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকব এই মর্মে আবেদনকারীর ̄ সাক্ষরিত একটি অঙ্গীকারনামা অনলাইন আবেদন করে আপলোড করতে হবে। এ শর্ত ভঙ্গ করে কোন প্রার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ঘ) এ পর্যায়ে আবেদনকারী তার ভর্তি যোগ্য (Eligible) কোর্সের তালিকা দেখতে পাবে৷ আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম  Make a selection করলে সংশ্লিষ্ট কলেজে মাস্টার্স প্রফেশনাল কোর্সের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে৷ এই তালিকা থেকে প্রার্থীকে সতর্কতার সংগে তার প্রার্থিত কোর্সের পছন্দ নির্ধারণ করতে হবে৷

ঙ) মুক্তিযোদ্ধার সন্তান/ আদিবাসি/ প্রতিবন্ধী/পোষ্য (Ward) কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Make a selection করতে হবে৷ কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে৷ একজন প্রার্থীর এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে৷

চ) ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপোর্ট আকারে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে৷ ছবির মাপ হবে ১২০x১৫০ pixels, Symbol Kind: jpg এবং most record dimension:50Kb.

ছ) সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Put up Software অপশনে ক্লিক করতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে [A4(8.5”×11”) অফসেট সাদা কাগজে ] প্রিন্ট নিতে হবে৷

জ) আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে কোন প্রার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে এই লিঙ্কে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন কোড এন্ট্রি দিতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীকে Shape  Cancel/Picture  Exchange Possibility এ গিয়ে Click on to Generate the OTP অপশনটি ক্লিক করতে হবে৷ এ সময়ে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে৷ এই OTP এন্ট্রি দিয়ে শিক্ষার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি আপলোড করতে পারবে৷

ঝ) এই আবেদন ফরমের সংগে প্রার্থীর স্নাতক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও On-line এ ভর্তির প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷


নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাস্টার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | Grasp’s skilled admission 2025 bdnewspost.com

আপডেট সময় : ০৩:১৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিএ ও সিএসই কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক কার্যক্রম ১৬ মার্চ ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে ১৭ মার্চ ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ ভর্তি কার্যক্রমের ক্লাস ২২ এপ্রিল ২০২৫ তারিখ থেকে শুরু হবে। 

এই ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের কোন ভর্তি পরীক্ষা দিতে হবে না৷ আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে৷ আপনাদের সুবিধার্থে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ

কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়
শিরোনাম মাস্টার্স প্রফেশনাল ভর্তি বিজপ্তি ২০২৫
আবেদন করার শেষ তারিখ ১৬ মার্চ ২০২৫
ওয়েবসাইট app1.nu.edu.bd

মাস্টার্স প্রফেশনাল ভর্তি বিজপ্তি ২০২৫

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহঃ

 

ভর্তি পদ্ধতি, নম্বর বন্টন ও ফলাফল

  • ক) সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণকে বিএড কোর্সে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। পরবর্তীতে এ সকল কলেজে শূন্য আসন সাপেক্ষে অন্যান্য আবেদনকারীদের (অর্থাৎ Clean Knowledge Access Shape এর মাধ্যমে আবেদন করেছে) বিএড কোর্সে মেধা তালিকা প্রণয়ন করে কোর্স বরাদ্দ দেয়া হবে।
  • খ) মাস্টার্স কোর্সসমূেহ ভর্তির জন ̈ আবেদনকারী পার্থীদের স্নাতক(পাস)/স্নাতক (সম্মান)/বিএড/বিএড(সম্মান)/বিএমএড/বিএসএড/ বিপিএড/এলএলবি প্রাপ্ত নম্বরের শতকরা হার অনুযায়ী মেধা নির্ধারণ করে প্রতিটি কলেজের জন ̈ আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা তৈরী করা হবে। যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধা একই হয় তাহলে তাদের মধে ̈ যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধা প্রণয়ন করা হবে।
  • গ) ভর্তির ফলাফল পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটা এবং রিলিজ স্লিপের মাধ্যমে প্রকাশ করা হবে৷
  • ঘ) সংশিস্নষ্ট কলেজ  Consumer ID, Password ও OTP ব্যবহার করে ভর্তির বিষয়ওয়ারী ফলাফল দেখতে পারবে৷ শিক্ষার্থীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটের এই লিঙ্কে এবং SMS (nuatpmroll no টাইপ করে 16222 নম্বরে ship হবে) এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট কলেজ থেকে ফলাফল জানতে পারবে৷


আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়


ক) আবেদনকারীকে এই লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে সংশ্লিষ্ট স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/বিপিএড/বিএড/বিএড (সম্মান)/বিএসএড/বিএমএড/এলএলবি পার্ট-১/বিএসসি ইন কম্পিউটার সায়েন্স পরীক্ষার রোল নম্বর, বিশ্ববিদ্যালয়ের নাম, পাসের সন, স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নম্বর/সিজিপিএ, মোট নম্বর/সিজিপিএ, পঠিত বিষয়/কোর্স, ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেস সঠিকভাবে এন্ট্রি দিতে হবে৷

খ) Clean Knowledge Access Shape (Masters Skilled) এর মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম পূরণেরক্ষেত্রে প্রার্থীকে সতর্কতার সংগে নিজের নাম, পিতা/মাতার নাম, শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য ও শিক্ষক নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে। প্রার্থীর পর্যায়ে অর্জিত সনদ ও মার্কশীটের সত্যায়িত কপি করে আপলোড করতে হবে।

গ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের / অন্য যে কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যায়নরত কোন প্রার্থী ২০২৫ শিক্ষাবর্ষে  মাস্টার্স (প্রফেশনাল) প্রোগামে কোন কোর্সে ভর্তি হতে পারবে না। তবে পুর্বের ভর্তি বাতিলপূর্বক ২০২৫ শিক্ষা বর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি হতে পারবে। এ লক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যায়নরত নই। দ্বৈত ভর্তির ক্ষেত্রে বিশ্যবিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিন্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকব এই মর্মে আবেদনকারীর ̄ সাক্ষরিত একটি অঙ্গীকারনামা অনলাইন আবেদন করে আপলোড করতে হবে। এ শর্ত ভঙ্গ করে কোন প্রার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ঘ) এ পর্যায়ে আবেদনকারী তার ভর্তি যোগ্য (Eligible) কোর্সের তালিকা দেখতে পাবে৷ আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম  Make a selection করলে সংশ্লিষ্ট কলেজে মাস্টার্স প্রফেশনাল কোর্সের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে৷ এই তালিকা থেকে প্রার্থীকে সতর্কতার সংগে তার প্রার্থিত কোর্সের পছন্দ নির্ধারণ করতে হবে৷

ঙ) মুক্তিযোদ্ধার সন্তান/ আদিবাসি/ প্রতিবন্ধী/পোষ্য (Ward) কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Make a selection করতে হবে৷ কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে৷ একজন প্রার্থীর এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে৷

চ) ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপোর্ট আকারে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে৷ ছবির মাপ হবে ১২০x১৫০ pixels, Symbol Kind: jpg এবং most record dimension:50Kb.

ছ) সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Put up Software অপশনে ক্লিক করতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে [A4(8.5”×11”) অফসেট সাদা কাগজে ] প্রিন্ট নিতে হবে৷

জ) আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে কোন প্রার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে এই লিঙ্কে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন কোড এন্ট্রি দিতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীকে Shape  Cancel/Picture  Exchange Possibility এ গিয়ে Click on to Generate the OTP অপশনটি ক্লিক করতে হবে৷ এ সময়ে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে৷ এই OTP এন্ট্রি দিয়ে শিক্ষার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি আপলোড করতে পারবে৷

ঝ) এই আবেদন ফরমের সংগে প্রার্থীর স্নাতক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও On-line এ ভর্তির প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷