নটাখোলায় তালবীজ বপনে যুবদের পরিবেশবান্ধব উদ্যোগ
দুর্যোগ ঝুঁকি নিরসনে যুব উদ্যোগে তালবীজ বপন

- আপডেট সময় : ০৭:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি: মুকতার হোসেন | তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৫
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা গ্রামে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে যুব উদ্যোগে তালবীজ বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নটাখোলা বাজার থেকে নটাখোলা পুলিশ তদন্ত কেন্দ্র পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ২০০-এর বেশি তালবীজ বপন করেন স্থানীয় যুব টিমের সদস্যরা।
পরিবেশ রক্ষায় যুবদের উদ্যোগ
হরিরামপুর উপজেলা একটি দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। প্রতিবছর বন্যা ও নদীভাঙনের কারণে ফসলি জমি, গাছপালা ও বসতভিটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই বাস্তবতায় স্থানীয় যুব টিম নিয়মিত পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করছে। তারা চরাঞ্চলে ফলজ গাছ, তাল-খেজুরের চারা এবং পশুপাখির খাদ্যের জন্য বট-পাইকরসহ নানান প্রজাতির বৃক্ষ রোপণ করে আসছে।
এই ধারাবাহিকতায় এবার তারা তালবীজ বপনের উদ্যোগ নেয়। এ কার্যক্রমে সহায়তা করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক।
অংশগ্রহণকারীরা
তালবীজ বপন কর্মসূচিতে স্থানীয় নারী সংগঠন, কৃষক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও ইউনিয়ন পরিষদের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন—
লেছড়াগঞ্জ ইউপি সদস্য মোতালেব হোসেন
নটাখোলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকরাম হোসেন
নটাখোলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি আকলিমা বেগম
কৃষক প্রতিবেশ শিখন কেন্দ্র পরিচালক এরশাদ মুন্সী
বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন
এছাড়াও যুব টিমের সদস্য রতন সেখ ও রমজান আলী আলোচনায় অংশ নেন।
আলোচনার মূল বক্তব্য
আলোচকরা বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পশুপাখির খাদ্য ও আশ্রয়স্থল তৈরি করে এবং বজ্রপাত প্রতিরোধেও কার্যকরী। তাই যুব সমাজকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে আরও এগিয়ে আসতে হবে।
সংবাদটি প্রচারের মাধ্যমে পরিবেশ বান্ধব বৃক্ষ রোপনে মানুষ উৎসাহিত হবে।
By sowing plam seeds farmers will be encouraged.