ট্রাম্প এগিয়ে যাওয়ায় ডেমোক্রেট শিবিরে দুশ্চিন্তা
![](https://bdnewspost.com/wp-content/uploads/2023/09/1695534648060.jpg)
- আপডেট সময় : ০৪:৪০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
![](https://bdnewspost.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মিশিগান অঙ্গরাজ্যে কমলা হ্যারিসের খুবই সুনির্দিষ্ট একটি সমস্যা রয়েছে। এই অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ৩ লাখ আরব বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বসবাস। ২০২০ সালে সেখানে বড় ব্যবধানে জিতেছিলেন বাইডেন। তবে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে তাঁর সরকারের ব্যর্থতা মিশিগানে আরব বংশোদ্ভূত নাগরিকদের আঘাত দিয়েছে। বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলাকেও এই ব্যর্থতার জন্য সমানভাবে দায়ী মনে করেন তাঁরা।
মিশিগানের ডিয়ারবর্ন শহরে মধ্যপ্রাচ্যের ধাঁচের একটি রেস্তোরাঁ আছে। সেখানে তুর্কি কফি ও ডালিমের জুস বিক্রি করা হয়। সেখানে একদল ডেমোক্রেট সমর্থকের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি আশা করেছিলাম, তাঁরা হয়তো এবার কমলাকে ভোট দেবেন না বা হয়তো কাউকেই ভোট দিতে যাবেন না।
তবে সামরা লাকম্যান নামে তাঁদের একজন বললেন, তিনি শুধু ট্রাম্পকেই ভোট দেবেন না, বরং অন্যদেরও দিতে উৎসাহিত করবেন। তিনি বলেন, ‘আমি মনে করি, (গাজা ও লেবাননে) যে প্রাণহানি হয়েছে, তার জন্য কোনো জবাবদিহি নেই। এর জন্য ডেমোক্র্যাটদের আমি কখনো ক্ষমা করব না। আমি এবার তাদের ভোট দেব না।’