মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয় সিনওয়ারকে, কেটে নেওয়া হয় আঙুল
- আপডেট সময় : ০৩:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
অভিযানকালে হামাসের দুই যোদ্ধা একটি ভবনে ঢুকে পড়েন। তৃতীয় একজন অন্য একটি ভবনে ঢোকেন। এর পর তাঁদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ঘণ্টাব্যাপী গোলাগুলি হয় বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। তৃতীয় ব্যক্তিটিই ছিলেন সিনওয়ার।
ইসরায়েলের ন্যাশনাল ফরেনসিক ইনস্টিটিউটের পরিচালক চেন কুগেল গুলিবিদ্ধ সিনওয়ারের মরদেহের ময়নাতদন্ত করেন। গতকাল শুক্রবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গোলাগুলির সময় সিনওয়ার তাঁর ডান বাহুতে আঘাত পান। সেটি সম্ভবত ছোট কোনো ক্ষেপণাস্ত্র কিংবা ট্যাংকের গোলার আঘাত ছিল।
চেন কুগেল আরও বলেন, ক্ষতস্থানের চারপাশে ইলেকট্রিক তার বেঁধে রক্তপাত বন্ধের চেষ্টা করেছিলেন সিনওয়ার। তবে এতে কাজ হয়নি। তাঁর বাহু ভেঙে গিয়েছিল।
ইতিমধ্যে, ইসরায়েলি সামরিক বাহিনী একটি ছোট ড্রোন থেকে নেওয়া ফুটেজ প্রকাশ করেছে। এ বাহিনী বলছে, ফুটেজে ধুলামাখা যে ব্যক্তিকে চেয়ারে বসে থাকতে দেখা যায়, তিনিই সিনওয়ার। তাঁর হাতে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। মুখ ছিল স্কার্ফে ঢাকা।