বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
নিখোঁজ ছাত্রদল নেতা স্নিগ্ধের সন্ধান দাবি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৪৪৬ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর ছাত্রদলের নেতা আবু সালেহ স্নিগ্ধ ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ উঠেছে। তার সন্ধান দাবি করে ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হয়েছে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ অক্টোবর স্নিগ্ধ তাদের আদাবরস্থ বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। তার মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে ৭ অক্টোবর আদাবর থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখন পর্যন্ত পুলিশ তার কোনো সন্ধান দিতে পারেনি। অথচ বিষয়টি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অবিলম্বে আবু সালেহ স্নিগ্ধের সন্ধান দাবি করেছেন।
কেএইচ/কেএএ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।