বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের

- আপডেট সময় : ১২:৫৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

লেবাননের জনগণকে অবিলম্বে ২০টির বেশি গ্রাম এবং নাবাতিয়েহ শহর ফাঁকা করে দিতে বলেছে ইসরায়েল।
সম্প্রতি দক্ষিণ বৈরুতে ইসরায়েলের বড় ধরনের বোমা হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য কমান্ডাররা নিহত হন। এরপর লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
এদিকে ইরানের ছোড়া ২০০টি ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই প্রতিহত করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করে বলেছে, ‘যারা ইসরায়েল রাষ্ট্রের ওপর হামলা করবে, তাদের চড়া মূল্য দিতে হবে।’
ইরানের রেভল্যুশনারি গার্ডস বলেছে, তাদের কুদস ফোর্স শাখার এক জেনারেলকে হত্যা, জুলাইয়ে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা এবং সম্প্রতি হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে হত্যার বদলা হিসেবে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল।
এদিকে আজ শুক্রবার ভোরে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫১ জন।