চিকিৎসকদের সঙ্গে বৈঠক ব্যর্থ, আরজি কর ধর্ষণ-হত্যা মামলার শুনানি ২৭ সেপ্টেম্বর

- আপডেট সময় : ১২:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের আন্দোলনে রাশ টানতে আয়োজিত বৈঠক আবারও ব্যর্থ হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সব দাবি না মানা পর্যন্ত তাঁদের আন্দোলন ও কর্মবিরতি চলবে।
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে একজন শিক্ষানবিশ নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতায় তীব্র আন্দোলন গড়ে তুলেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
আন্দোলন অবসানের পথ খুঁজে পেতে আলোচনার জন্য গতকাল জুনিয়র চিকিৎসকদের ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয় নবান্নের সভাঘরে বৈঠক করে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ও টাস্কফোর্সের কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে বৈঠক চলে।