বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
সবচেয়ে কম বয়সে দিল্লির মসনদে বসছেন আতিশি, হচ্ছেন তৃতীয় নারী মুখ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

এবার ৪৩ বছর বয়সী আতিশি দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর খাতায় নাম লেখাতে যাচ্ছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি ভারতের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।
শীলা দীক্ষিত যখন দিল্লির মুখ্যমন্ত্রী হন, তখন তাঁর বয়স ছিল ৬০ বছর। সে তুলনায় সুষমা স্বরাজ বেশ কম বয়সেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার সময় তাঁর বয়স ছিল ৪৬ বছর।
বর্তমানে আতিশির কাছে দিল্লির সর্বোচ্চসংখ্যক মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। তিনি অর্থ, পানি, শিক্ষা, পূর্ত, বিদ্যুৎ, রাজস্ব, পরিকল্পনা, পরিষেবা, আইনসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।