বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
ছেলের ইচ্ছাতেই বিয়ে করলেন এমি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১১১ বার পড়া হয়েছে

এমি জানিয়েছেন, ছেলে আন্দ্রেয়াস এডকে দুই বছর বয়স থেকে চেনে। সে চেয়েছিল মায়ের সঙ্গে এডের বিয়েটা হোক। বাগদানের পর নায়িকা বলেন, ‘সে (আন্দ্রেয়াস) খুব খুশি ছিল। খুব মজার ব্যাপার, কারণ কয়েক মাস আগে আমার আঙুলে একটা আংটি ছিল, সেটা দেখে ছেলে বলল, “মা, তুমি বিয়ে করোনি?”’
২০২২ সাল থেকে এমির সঙ্গে সম্পর্কের শুরু ‘গসিপ গার্ল’ সিরিজের অভিনেতা এড ওয়েস্টউইকের। চলতি বছরের জানুয়ারি মাসে সুইজারল্যান্ডে বাগ্দান পর্ব সেরেছিলেন তাঁরা। বছর ঘোরার আগেই বিয়েটা সারলেন।