মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া ফকিরবাড়ি থেকে কান্দিপাড়া পর্যন্ত ৫০০ মিটার রাস্তাটি দ্রুত পাকা করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
গুরুত্বপূর্ণ হয়েও অবহেলিত: মাওয়ায় ৫০০ মিটার রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর আন্দোলন

- আপডেট সময় : ০৯:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফকিরবাড়ি থেকে কান্দিপাড়া পর্যন্ত প্রায় ৫০০ মিটার দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তা এখনো কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতেই তা পানিতে তলিয়ে যায়, ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওয়া এক ও দুই নং ঘাট ভাঙার পর থেকেই এই রাস্তাটি ছিল যানবাহন চলাচলের প্রধান পথ। পদ্মা সেতুর নির্মাণকাজ চলাকালীন সময়েও ট্রাক, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন এই রাস্তা ব্যবহার করত। কিন্তু এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে এই রাস্তা কাদা ও পানিতে ডুবে যাওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, মসজিদের মুসল্লি, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে নবগঠিত বিল বসুন্ধরা গ্রামের বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করতে গিয়ে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।
তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে এ রাস্তায় ব্যাপক যানবাহন চলাচল শুরু হয়েছিল। ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত এই রাস্তাটি কান্দিপাড়া, যশলদিয়া, কবুতরখোলা, ভাগ্যকুল ও বালাসুরগামী যোগাযোগের মূল পথ ছিল। কিন্তু ২০২২ সালের পর থেকে নদীর পাড়ে নতুন সাইট রাস্তা ব্যবহারের ফলে যানবাহনের চাপ কমে যায়।
স্থানীয়রা জানান, তারা বহুদিন ধরে রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তাই এলাকাবাসীর একটাই দাবি — এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে স্থায়ীভাবে পাকা করা হয়।