বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি//
দিনাজপুরের বিরামপুরে এই প্রথম নিত্য প্রয়োজনীয় সকল পন্য নিয়ে মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে স্বপ্ন সুপার শপের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল ৫ টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংক মোড়ে ঝর্ণা সুপার মার্কেটে আনন্দমুখর পরিবেশে ফিতা কেটে স্বপ্ন সুপার শপের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
এসময় রংপুর জোনাল ম্যানেজার শানেওয়াজ মজুমদার রনি, সিনিয়র আইসিএমও আবু বিন আবদুল্লাহ, ইনভেস্টর সাজ্জাদ হোসাইন, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, সোনালী ব্যাংক ম্যানেজার দীনেশ চন্দ্র প্রামানিক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,সহ-সভাপতি এসএম মাসুদ রানা,সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।