মহাস্থানে করতোয়া নদীতে ডুবে শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
বগুড়ার মহাস্থানে করতোয়া নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

- আপডেট সময় : ০৯:০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে করতোয়া নদীতে ডুবে শাহাদাত হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মহাস্থান জাদুঘরের পাশে শীলাদেবী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত শাহাদাত দরিদ্র দিনমজুর ইকবাল হোসেন (তারা) মিয়ার একমাত্র ছেলে। পরিবারটি শীলাদেবী ঘাটের গেট সংলগ্ন একটি পরিত্যক্ত পুলিশ বক্সে ভাসমানভাবে বসবাস করত। সংসারের খরচ চালাতে ইকবাল দিনমজুরের কাজ করতেন এবং শিশুটির মা মহাস্থান হাটে সবজি প্যাকেটের কাজ করতেন।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশেই খেলতে বের হয় শাহাদাত। দুপুর পেরিয়ে গেলেও সে আর ফিরে না আসায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। বিকেল ৩টার দিকে কয়েকজন পথচারী শ্মশান ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় করতোয়া নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করলে শিশুটির পরিবার শনাক্ত করে।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর ছাইদুর ইসলাম জানান, “শিশু শাহাদাতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, প্রাথমিকভাবে একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
অকালপ্রয়াত শাহাদাতের মৃত্যুতে মহাস্থান এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্থানীয়রা জানান, দরিদ্র এই পরিবার দীর্ঘদিন ধরে দুঃখ-কষ্টে দিনযাপন করছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে নিদারুণ শোক ও বেদনা।