হরিরামপুরের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজা উদ্যাপন কমিটির খোঁজখবর নেন সাবেক সাংসদ ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
মানিকগঞ্জে শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা ও মতবিনিময় করলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত

- আপডেট সময় : ০৭:১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি,
বাংলাদেশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসন কাউন্সিলের সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
২৮ সেপ্টেম্বর রবিবার তিনি হরিরামপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন। পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের খোঁজখবর নেন এবং বলেন—
“পূজা উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের অপশক্তির মোকাবেলায় বিএনপির নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত থাকবে। পূজা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, এজন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা (লাভলু), উপজেলা যুবদল আহ্বায়ক আব্দুল হাই শিকদার (পেয়ারা), সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিন (মোল্লা শাহিন), লেছড়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আল-মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নু, আজিমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ টুটুল, ধূলশুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুস সালাম, ছাত্রদল নেতা আল-শাহরিয়া মুন্নু, জীবন হোসেন জনি, রায়হান প্রমুখ।
পূজা মণ্ডপগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি স্থানীয়দের মনে নিরাপত্তার বার্তা দিয়েছে। সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।