গাবতলীর গোলাবাড়ি পূজা মণ্ডপে ভিন্নধর্মী প্রতিমা, ককশীটে সাজানো দুর্গা কেড়েছে ভক্তদের দৃষ্টি
বগুড়ার গাবতলীতে ককশীট দিয়ে প্রতিমা সাজিয়ে দুর্গাপূজা, নজর কেড়েছে গোলাবাড়ি মণ্ডপ

- আপডেট সময় : ০৬:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি
বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা জাঁকজমকভাবে চলছে। এ বছর বগুড়া জেলার মোট ৭৮৬টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। তবে ভিন্নতার কারণে বিশেষ দৃষ্টি কেড়েছে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ি পূজা মণ্ডপ।
সময়মতো প্রতিমা প্রস্তুত না হওয়ায় উদ্যোক্তারা বিকল্প উপায়ে ককশীট দিয়ে প্রতিমা সাজিয়ে দুর্গাপূজা উদযাপন করছেন। পূজা কমিটির এক সদস্য জানান, “আমরা খুব স্বল্প সময়ে ককশীট ব্যবহার করে প্রতিমা সাজিয়েছি। যদিও এটি ভিন্নধর্মী, তবুও উৎসবের আনন্দে কোনো ঘাটতি নেই।”
এদিকে জেলার অন্যান্য পূজা মণ্ডপগুলোতেও সকাল থেকে নিরবতা থাকলেও দুপুরের পর থেকে ঢাক, কাঁসর, ঢোল ও বক্সের সুরে উৎসব মুখরিত হয়ে ওঠে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দে একাত্ম হয়ে শারদীয় দুর্গাপূজা পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষ।
বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় উৎসবের এ ধরনের সৃজনশীলতা সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ।