সাংবাদিকতার উন্নয়ন ও দায়িত্বশীলতা নিয়ে গঠনমূলক আলোচনা
বোয়ালমারী প্রেসক্লাবের বর্ধিত সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

বোয়ালমারী,ফরিদপুর
ফরিদপুর জেলার বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে এক বর্ধিত সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আল-হেলাল স্কয়ার ভবনে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল হক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহব্বত জান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুরসিদ আহমেদ লিটু শিকদার, সহ-সাধারণ সম্পাদক এ কে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক তৈয়বুর রহমান কিশোর এবং কার্যকরী সদস্য মো. নাজমুল হক।
এছাড়াও নতুন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মতিন মুন্সী, মো. বিলায়েত হোসেন, মো. মনিরুজ্জামান মিয়া, মো. মনির হোসেন মোল্লা, মো. জাহাঙ্গীর হোসেন, মো. রাকিবুল ইসলাম রাসেল, সৈয়দ তারেক আব্দুল্লাহ, মো. আনোয়ার হোসেন, মো. ইলিয়াস মোল্লা প্রমুখ।
সভায় প্রেসক্লাবের কার্যক্রম সম্প্রসারণ, সাংবাদিকদের অধিকার সুরক্ষা, আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় সমস্যা নিয়ে রিপোর্টিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, সাংবাদিকতা হলো সমাজের দর্পণ, আর এজন্য নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।
সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়।